১৫ মার্চ আসছে রিয়েলমি ৩আই

১১ জুলাই, ২০১৯ ১৩:১৭  
১৫ মার্চ উন্মোচন হবে রিয়েলমি ৩আই। বাজারের আসার আগেই এই ফোনের ফিচার সামনে আসতে শুরু করলো। এক বেঞ্জমার্কিং ওয়েবসাইট থেকে জানা গিয়েছে রিয়েলমি ৩আই ফোনে থাকছে মিডিয়াটেক হেলিও পি৬০ চিপসেট। কম দামে ভারতের বাজারে আসতে পারে ফোনটি। রিয়েলমি ৩আই ফোনের আগে ১৫ জুলাই ভারতে আসছে রিয়েলমি এক্স । ইতিমধ্যেই চীনে উন্মোচন হয়েছে এই স্মার্টফোন। রিয়েলমি এক্স ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। এই ফোনে রয়েছে একটি ৬.৩৩ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লে। ফোনের থাকছে ৮জিবি পর্যন্ত র্যাম আর ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ। ছবি তোলার জন্য ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা। রিয়েলমি এক্স ফোনের ভিতরে রয়েছে ৩৭৬৫ এমএএইচ ব্যাটারি আর ভিওওসি ৩.০ ফাস্ট চার্জ সাপোর্ট।